২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা সাভারে মাহমুদ ওরফে লেগুনা আপেল গ্রেপ্তার

রাজ রোস্তম আলীঃ

জুলাই-আগস্টে ছাত্র-জনতা হত্যার সাত মামলার আসামি আপেল মাহমুদকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।রোববার (১৩ এপ্রিল) রাতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জুয়েল মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।এর আগে মুন্সীগঞ্জ জেলার সদর থানার কেওয়ার লোহারপুল গাবতলা থেকে র‌্যাব-১১ এর অভিযানিক দল আপেলকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেল ঢাকার সাভার সাভার পৌরসভার ভাটপাড়া মহল্লার শুকুর মুন্সি ওরফে শুকুর কসাইয়ের ছেলে। তার বিরুদ্ধে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে গুজব ছড়ানোসহ সাংবাদিকদের হুমকি, মারধর, হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।

র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, দীর্ঘ দেড় মাস ধরে অনুসরণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার রাতে মুন্সীগঞ্জের সদর থানার কেওয়ার লোহারপুল গাবতলা মসজিদ সংলগ্ন এলাকা থেকে আপেলকে গ্রেফতার করা হয়।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতা হত্যার সাত মামলার আসামি আপেলকে র‌্যাব গ্রেপ্তার করেছে। তাকে রাত ১০টার দিকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন