৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কালিগঞ্জে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

তাপস কুমার ঘোষ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ফতেমা বেগম (৫৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তারালী ইউনিয়নের কাকশিয়ালী গ্রামে।থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল জব্বার গাজীর স্ত্রী ফতেমা বেগম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাকী বসবাস করছিলেন। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে তার মেয়ে খালেদা খাতুন, জামাতা আফজাল হোসেন এবং নাতি-নাতনি সাজেদা খাতুন, সুমাইয়া পারভীন ও আব্দুল্লা মিলে তাকে মারধর করেন। এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মৃত ভেবে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

পরে খবর পেয়ে ফতেমা বেগমের বোন সেলিনা খাতুন তাকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক তপন কুমার ঘোষাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন