
উপজেলা প্রতিনিধিঃ
ধনবাড়ী বাজার ও আশেপাশের এলাকার সনাতনীদের আরাধনার জায়গা ধনবাড়ী শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম।
প্রতি ২ (দুই) বছর পর পর মন্দিরের কমিটি গঠিত হয়। সেবাশ্রমের পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কার্যত সেবাশ্রমের সাংগনিক কার্যক্রম স্থবির হয়ে পরে।
গত ৫ সেপ্টেম্বর শুক্রবার আনুষ্ঠানিকভাবে মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি বাবু তাপস চন্দ্র দেব এর আহবানে
সন্ধ্যা ৭ টায় একটি জরুরি সভা আহবানের মাধ্যমে পূর্ববর্তী কমিটির বিলুপ্ত ঘোষনা করে, উপদেষ্টা বাবু দীপক ভদ্র এর নিকট
দায়িত্ব অর্পণ করায় সকলের সম্মতিতে বাবু নিরঞ্জন দাস কে আহবায়ক ও বাবু শুভাশীষ ভদ্র তপু কে সদস্য সচিব নির্বাচন
করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। নতুন কমিটির আহবায়ক বাবু নিরঞ্জন দাস তার সংক্ষিপ্ত বক্তিতায় সকলের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, সর্বজন গৃহিত একটি নতুন কমিটি উপহার দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে সকলকে পাশে থেকে
সহযোগিতা করার জন্য আহবান জানান। উপস্থিত সকলে মিটিং এর শেষে পুরাতন কমিটির সভাপতি,
নতুন কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা জানায়।
