৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কালিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

তাপস কুমার ঘোষ কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে জশনে জুলুস র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ১২ই রবিউল আউয়াল সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বিশাল র‍্যালি বের হয়।

র‍্যালির উদ্বোধনীতে উপজেলা জশনে জুলুস উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে শুভেচ্ছা বিনিময় ও অংশগ্রহণ করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সোহরাওয়াদী পার্ক প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে কালিগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন পার্ক প্রাঙ্গণে জশনে জুলুস উদযাপন কমিটির আয়োজনে এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি পীরজাদা আলহাজ্ব ডা. হাবিবুল্লাহ এবং সঞ্চালনা করেন কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মাওলানা আইয়ুব আলী। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা জামে মসজিদের খতিব হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।হযরত রাসুলুল্লাহ (সা.)-এর জীবন আদর্শ নিয়ে আলোচনায় অংশ নেন মথুরেশপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত মাওলানা মুফতি আব্দুস সাত্তার আজিজী, নলতা কেন্দ্রীয় আলিম মাদ্রাসার অধ্যক্ষ মহাদ্দিস মোহাম্মদ রমিজ উদ্দিন, মুকুন্দপুর কেন্দ্রীয় আলিম মাদ্রাসার হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ কুতুব উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম ও যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ। দোয়া মোনাজাত পরিচালনা করেন গুনাগারকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ আবু তাহের। এছাড়া মিলাদ শরীফ পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান ও হাফেজ মাহবুবুর রহমান।
দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন