
রংপুর গঙ্গাচড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে বৈষম্যমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে ‘জুলাই অভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে অনুষ্ঠিত এই গণমিছিলটি গঙ্গাচড়া জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস মোড় হয়ে পুনরায় জিরো পয়েন্টে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে মিছিলটি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।গণমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমীর মো. নায়েবুজ্জামান। উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, গঙ্গাচড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গঙ্গাচড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম আউয়াল প্রমুখ।

বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তারা অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ” যেন আর বাংলার মাটিতে রাজনীতি করতে না পারে, সে জন্য আন্দোলনকে আরও বেগবান করতে হবে। তারা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন আপা নাকি পাশেয় আছে। চটকরে ঢুকে পরবে। পৃথিবীর ইতিহাসে পালিয়ে যাওয়ার কোন স্বৈরাচার পতিত সরকার পুনঃরায় প্রতিষ্ঠিত হওয়ার ঘটনা নেই। পরিশেষে তারা গঙ্গাচড়া উপজেলার বাসিকে রংপুর-১ আসনে অধ্যাপক রায়হান সিরাজীকে ভোট দিয়ে সংসদে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।
