
রংপুর গঙ্গাচড়া প্রতিনিধিঃ
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও রংপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হানিফ খান সজীব বলেছেন, “প্রতিটি আন্দোলন-সংগ্রাম ছাত্র-জনতার রক্তের বিনিময়ে সফল হয়েছে।” ২০১৮ সালের কোটা আন্দোলন থেকে শুরু করে ২৪ গণঅভ্যুত্থান পর্যন্ত সব আন্দোলনেই ছাত্র অধিকার পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।।
সোমবার (২৮ জুলাই) দুপুরে গঙ্গাচড়া উপজেলা পরিষদের হলরুমে ছাত্র অধিকার পরিষদ, গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নবগঠিত কমিটির পরিচিতি ও ‘জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রংপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিবুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, ছাত্র অধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম শিশির, স্বপন আহমেদ, উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল মোত্তালেব, জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক নয়ন মিয়া, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের অধিকার আদায় ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করতে ছাত্র অধিকার পরিষদের কার্যক্রম আরও জোরদার করতে হবে। দেশের যেকোনো সংকট পূর্ণ অবস্থায় ছাত্র অধিকার কে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
