২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে নীলা রানী নামের এক মহিলাকে কুপিয়ে জখম

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের ওয়ার্ড নং-৫, মনিপুর গ্রামের বাসিন্দা নীলা রানী (৪৪), স্বামী মৃতঃ অনিত্র চন্দ্র রায়-কে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখম করেছে একই ইউনিয়নের বাসিন্দা মোঃ মোজাম্মেল হক এর তিন ছেলে সাবেক ইউপি সদস্য বাবুল রহমান, তারিকুল রহমান, শরিফুল ইসলাম এবং বাবুল রহমানের ছেলে মুন্না, এমনটাই অভিযোগ পাওয়া গেছে।২৩ জুলাই, মঙ্গলবার বিকেল আনুমানিক ৬টার দিকে ফসলি জমি দেখে বাড়ি ফেরার সময় একা পেয়ে উপরোক্ত ব্যক্তিরা তার উপর হামলা চালায় বলে জানান আহত নীলা রানীর ছেলে হৃদয়।বর্তমানে নীলা রানী বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করছে । অন্য আসামিদের ধরতে অভিযান চলছে জানিয়েছেন বোচাগঞ্জ থানা পুলিশ।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন