
তাপস কুমার ঘোষ কালিগঞ্জ (সাতক্ষীরা )প্রতিনিধিঃ
দীর্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিয়ের প্রলোভনের ফাঁদে ফেলে প্রতিনিয়ত ধর্ষণ ও গর্ভপাতের ঘটনার মামলায় কথিত প্রেমিক সাব্বির আহমেদকে (২৪) ঢাকার, খিলক্ষেত থানার, নিকুঞ্জ-২ থেকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী যুবতী ইভার (ছদ্মনাম) অভিযোগে ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ থানার উপ -পরিদর্শক সমীর গত বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯ টার দিকে ঢাকার খিলখেত নিকুঞ্জ থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাব্বির আহমেদ কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের মহাসিন গাজীর পুত্র। আটক এর ঘটনার সত্যতা জানিয়ে থানার অফিসার্স ইনচার্জ হাফিজুর রহমান জানান থানার ১৯ নং মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার স্বীকার শীতলপুর গ্রামের ফজলুর রহমানের কন্যা ভুক্তভোগী ইভার (ছদ্মনাম) দায়ের করা মামলা সূত্রে ও ভুক্তভোগী মামলার বাদী সাংবাদিকদের জানান নলতায় একটি প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে সাব্বির আহমদের সঙ্গে পরিচয় ঘটে। সেই সূত্রে সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। রাজি না হওয়ায় বিয়ের আশ্বাসে দীর্ঘদিন ধরে ঢাকায় নিয়ে বিভিন্ন বাসায় রেখে জোরপূর্বক মেলামেশা করে আসছিল। এরমধ্যে আমি অন্তঃসত্বা হয়ে পড়ি। আমি তখন বিয়ের জন্য চাপ দিলে সে আমাকে কৌশলে ঢাকা থেকে নলতা সেবা ক্লিনিকে এনে গত ৮/৪/২০২৪ ইং তারিখে অজ্ঞান করে গর্ভপাত ঘটায়। পরে আবার বিয়ের আশ্বাসে গত ২১ জুলাই আমাকে নিয়ে ঢাকা খিলক্ষেত থানার ৬ নং রোডের নিকুঞ্জ-২ নিয়ে আবারো জোর পূর্বক ধর্ষণ করে বিদেশে পালিয়ে যাবে বলে আমাকে গত ১ জুলাই তাড়িয়ে দেয়। পরে বাড়িতে এসে আমার পরিবারকে জানিয়ে থানায় মামলা দায়ের করি।
