
তাপস কুমার ঘোষ কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
জুলাই বিপ্লবের বাংলায় , বৈষম্যের ঠাঁই নাই-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোমলমতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাতক্ষীরা জেলার ,কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গত বৃহস্পতিবার( ২৪ জুলাই )সকাল সাড়ে ১০ টার দিকে সারা দেশের ন্যায় উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন ২০০৯ সাল থেকে২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ব্যাপক সাফল্য অর্জন করে আসছে। কিন্তু গত ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৭ জুলাইয়ের জারিকৃত পরিপত্রে ২০২৫ সাল হতে কিন্ডার গার্ডেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের উপর বৈষম্যমূলক নিষেধাজ্ঞা জারি করেছে। এতে করে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রায় ৬ লক্ষ শিক্ষক এবং ৭০ লক্ষ শিক্ষার্থীর আত্মমর্যাদার উপর আঘাত হেনেছে যেটা চরম বৈষম্যর শামিল। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে পরিপত্র বাতিল করে পরীক্ষা দানের সুযোগ না দেওয়া হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অ্যাসোসিয়েশনের শিক্ষক এবং শিক্ষার্থীরা বৃত্তির আর্থিক অনুদান নয়, শিশুদের আত্মবিশ্বাস ,সামাজিক স্বীকৃতি এবং শিক্ষার অনুপ্রেরণার চরম আঘাতের শামিল । সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও নলতা খান বাহাদুর আহসানুল্লাহ প্রি- ক্যাডেট জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ শ্রী কুমার বসাকের সভাপতিত্বে এবং প্রত্যয় আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল ইসলাম এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইডা আদর্শ প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আলাউদ্দিন হোসেন খান, উপজেলা ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ দুলাল চন্দ্র সরকার,নলতা কে,বি আহসানুল্লাহ প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক তাপস কুমার ঘোষ , কার্ডিফ মডেল স্কুলের অধ্যক্ষ কিবরিয়া ,প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ,লাই সিয়াম প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ সাইফুল্লাহ ,রাজবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মহাসিন হোসেন, ব্রাইট স্টার প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মিহির সাহা , চিলড্রেন ভয়েস প্রি – ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আবু ফরহাদ ছাড়াও অন্যান্য শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন তাহোদুজ্জামান হেলাল, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম ,ইস্তেগফার রহমান ,সুবোধ চন্দ্র ঘোষ, সুব্রত মন্ডল, আব্দুল্লাহ আল মামুন ,আবুল কালাম ,শেখ ওকালাত ,শফিউল্লাহ প্রমূখ।