২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাপস কুমার ঘোষ কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৩ জুলাই) ২০২৫, বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইউনুছ আলী, প্রাক্তন সহকারী শিক্ষক আলহাজ্ব সাইদুর রহমান, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডাঃ আকছেদুর রহমান, সদস্য ও এসডিএফ-এর নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম,এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মুহিত।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ মনিরুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান।আয়োজিত মতবিনিময় সভায় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও সুশিক্ষায় গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে উৎসাহ দেন। কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা যোগায় এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন