
রংপুর গংগাচড়া প্রতিনিধিঃ
রংপুর জেলা ডিবি’র অভিযানে ৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় মামলা হয়েছে।
গত বুধবার বেলা বারোটার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী এলাকায় রংপুর জেলা ডিবি’র এসআই অমিত পার্থ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৪ বোতল ফেন্সিডল উদ্ধার করে।জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে লালমনিরহাটের কালীগঞ্জের দিক থেকে আসা একটি রেজিষ্ট্রেশন বিহীন থ্রি-হুইলার গাড়ী সংকেত দিয়ে আটকের চেষ্টা করে পুলিশ।এ সময় গাড়ীর ড্রাইভার গাড়ীটি রেখে কৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থলে থাকা থ্রি- হুইলার গাড়ীর চালকের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩৪ (চৌত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পলাতক অজ্ঞাতনামা অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখে জব্দকৃত ফেন্সিডিল, থ্রি-হুইলারসহ থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।
