২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজারহাটে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে ওষুধ বিতরণ

রতন রায় রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৮শে জুলাই, সোমবার, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চরগতিয়াশাম বগুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ২:৩০ঘটিকা পর্যন্ত “গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন ও শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ” কর্মসূচি অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা পরিষদ স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এই উদ্যোগে স্থানীয় জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।উক্ত কর্মসূচি আল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার, রাজারহাট,সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন, মোঃ ফিরুজুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, কুড়িগ্রাম। স্বাস্থ্যসেবা সহায়তা প্রদান করেন ডাঃ মোঃ গোলাম রসূল রাখি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার ডাঃ মনীষা দাস , সিনিয়র টেকনোলজিস্ট আনোয়ারুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স সাকেরা আক্তার, লতা রায় মিডওয়াইফ, অত্র এলাকার শহিদুল মেম্বার সহ সর্বসাধারণ অংশগ্রহণ করেন।ডাঃ মোঃ গোলাম রসূল রাখি জানান,এই উপজেলায় সব জায়গায় আমাদের কমিউনিটি ক্লিনিক রয়েছে সেখান থেকে স্বাস্থ্য সেবা পেয়ে থাকে, তবুও এই ধরনের উদ্যোগ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা সর্বদা প্রস্তুত। যাতে এই চর অঞ্চলের জনসাধারণ মানুষগুলো যাতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় এটাই আমাদের লক্ষ্য।আল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার বলেন, রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই গতিয়াশাম চর অঞ্চল একটু দুরে অবস্থিত, একটা নদী পার হয়ে যেতে হয় সর্বসাধারণের জন্য খুব কষ্টদায়ক তাই আমাদের লক্ষ্য সকল জনসাধারণ যেন স্বাস্থ্য সেবা পায় কেউ যেন বাদ না যায় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় তাই এই ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি এই চর অঞ্চলে।”আমার চোখে জুলাই বিপ্লব” প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই কর্মসূচির মাধ্যমে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয় এবং তরুণ প্রজন্মের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন