
নিজস্ব প্রতিবেদন :
রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ, বাংলাদেশ ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় বিশ^বিদ্যালয়ের সহকারী পরিচালক (কম্পিউটার) ইঞ্জিনিয়ার অসীম কুমার দেবনাথ’র মমতাময়ী মাতা শ্রীমতি দূর্গা রানী দেবনাথ গত ২৩ জুলাই দিবাগত রাত ০৮:৪৫ ঘটিকায় পরলোক গমন করেন (ওঁ দিব্যান্ লোকান্ স্া গচ্ছতুঃ)। মৃত্যুকালে তিনি তাঁর স্বামী, এক পুত্র, পুত্রবধূ, দু’কন্যা, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাকে ঝিনাইদহ নিজ বাড়িতে সমাধিস্থ করা হয়।
শ্রীমতি দূর্গা রানী দেবনাথ’র প্রয়ানে শোক জ্ঞাপন করেছেন, রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ, বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের সভাপতি পণ্ডিত অরুণ দেবনাথ, সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব কান্তি নাথ, সংগঠনিক সম্পাদক পিংকু কুমার নাথ, চট্টগ্রাম বিভাগীয় সংসদের সভাপতি শংকর দেবনাথ, সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি পণ্ডিত রুপন কুমার নাথ, সাধারণ সম্পাদক পুরোহিত সন্তোষ দেবনাথ, চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি সুনিল দেবনাথ, সাধারণ সম্পাদক শিমুল কুমার নাথসহ সকল সংসদের সদস্য/সদস্যাবৃন্দ শোক প্রকাশ করেছেন। সকলে প্রয়াতার বিদেহী আত্মার শান্তি ও শিবলোকপ্রাপ্তি কামনা করেন।