
রুদ্র ডেক্সঃ
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের গীতা ও নৈতিক শিক্ষা বিষয়ক “মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মশালা”-য় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক শিবু প্রসাদ দত্ত বলেন, প্রশিক্ষণ একটি মৌলিক বিষয়। শিক্ষক বা শিক্ষার্থীদের প্রশিক্ষণের মধ্য দিয়ে অধিকতর যোগ্য করে গড়ে তোলা হয়। বাগীশিক সংগঠন মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে চলছে। আজ( ৫ সেপ্টেম্বর) শুক্রবার আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে সংগঠনের উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশিষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরীর পরিচালনায় কর্মশালা উদ্বোধন করেন বাগীশিক কেন্দ্রীয় সভাপতি ঝুন্টু চৌধুরী, অনুষ্ঠানের আশীর্বাদক ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা, সাবেক অধ্যক্ষ বিজয়লক্ষ্মী দেবী, কেন্দ্রীয় সহ-সভাপতি অমৃত লাল দে ও প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি পুলক চৌধুরী, সংগঠক ডা. আপন কান্তি দে ও বক্তা ছিলেন বাগীশিক উত্তর জেলার সিঃ সহ সভাপতি শিবু কুমার দাশ।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক তপন কান্তি নাথ তপু, উত্তর জেলা সহ সম্পাদক রাসকিন চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক সঞ্জয় চৌধুরী, সহ- শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক উজ্জ্বল চন্দ্র নাথ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পুলক ভট্টাচার্য্য সুজয় ও গীতা প্রশিক্ষক মিল্টন রায়। প্রশিক্ষণ শেষে শতাধিক প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।
