৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজারহাটে কৃষকদের মাঝে রিপার মেশিন ও সবজি বীজ-সার বিতরণ

রতন রায় রাজারহাট কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রংপুর বিভাগীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ধান কাটার মেশিন (রিপার), মাসকালাই বীজ, সার ও পেঁয়াজ সংরক্ষণের আধুনিক মেশিন বিতরণ করা হয়েছে।বুধবার (৩রা সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজারহাট কৃষি অফিসের সামনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার মোছাঃ সাইফুন্নাহার সাথীর তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান প্রান্তিক কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং তাদের মাঝে কৃষি উপকরণ হস্তান্তর করেন।

উপজেলা কৃষি অফিসার মোছাঃ সাইফুন্নাহার সাথী জানান, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্পের আওতায় ৭০ জন কৃষক সদস্যের মাঝে উপকরণ বিতরণ করা হয়। প্রতি জন কৃষক সদস্যদের মাঝে ৫ কেজি মাসকালাই বীজ,১০কেজি করে ডিএসপি সার ,৫ কেজি করে এমওপি সার পেয়েছেন , এবারে পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক ৫ টি এয়ার ফ্লো-মেশিন এবং ১০ টি ধান কাটা রিপার মেশিন উপজেলার কৃষকদের মাঝে হস্তান্তর করেন।তিনি আরও জানান, পেঁয়াজ একটি পচনশীল পণ্য হওয়ায় সংরক্ষণে কৃষকদের সমস্যায় পড়তে হয়। এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে একজন কৃষক ৩০০ থেকে ৪০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। উৎপাদনের পর দাম কম থাকায় কৃষকরা পেঁয়াজ দ্রুত বিক্রি করে দেয় এতে কৃষকরা হতাশায় ভোগে কৃষকে ক্ষতি হয় এবার তা হবে না বলে প্রত্যাশা করেন । কৃষি অধিদপ্তর থেকে কৃষকদের সব ধরনের সরকারি সহায়তা প্রদান হয় । দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত কৃষক রমেশ চন্দ্র রায় বলেন, “এই প্রথম ধান কাটার মেশিন হাতে পেলাম, খুব ভালো লাগছে।”
আরেক কৃষক বলেন, “মাসকালাই বীজ, বিভিন্ন রাসায়নিক সার এবং ধান কাটার মেশিন পেয়ে আমি অনেক খুশি। কৃষি অফিসারকে ধন্যবাদ জানাই।”

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার হৈমন্তী রানী, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাইদুল হাসান সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারীবৃন্দ ও স্থানীয় কৃষকবৃন্দ।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন