৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বৈলতলী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম শুভ আবির্ভাব দিবস পালন

চট্টগ্রাম প্রতিনিধি:

ভাদ্র মাসের শুক্ল পক্ষের তালনবমী তিথিতে রাধাঅষ্টমীর পরের দিন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব দিবস।
বৈলতলী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম শুভ আবির্ভাব দিবস পালন উপলক্ষে সম্বর্ধিত করল চন্দনাইশ বাসী।সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মিয় কল্যাণ ট্রাষ্ট,ধর্ম মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ট্রাস্টি শ্রীমান দীপক কুমার পালিত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিশ্বতান এর প্রতিষ্ঠাতা সভাপতি তবলা শিল্পী শ্রীমান নরেন সাহা,সাধারণ সম্পাদক অপর্ণা রায় চৌধুরী,সাংস্কৃতিক সম্পাদক পুষ্পিতা ভট্টাচার্য,নবগত সদস্য শান্তা ভৌমিক এছাড়াও আরো ছিলেন বিশিষ্ট সমাজ সেবিকা ও ধর্মানুরাগী শ্রীমতি রফি দাশ এবং
শ্রী শ্যামল দাশ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমান দীপেন চৌধুরী।
সকল বক্তারা এই পূর্ণ তালনবমী তিথিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব সম্পর্কে,ঠাকুরের জীবন দর্শন,অলৌকিক শক্তি তুলে ধরেন।অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়।সাংষ্কৃতিক অনুষ্ঠানে কমিটির শিল্পীরা ও আন্তর্জাতিক বিশ্বতান এর শিল্পীরা গান,আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। গ্রামবাসীর আতিথেয়তায় মুগ্ধ অতিথিবৃন্দ ও আন্তর্জাতিক বিশ্বতান এর নারী শক্তিবৃন্দ।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন