৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে হটাৎ ভারি বৃষ্টিতে শহরের নিম্না অঞ্চল প্লাবিত

মোঃলোকমান হোসেন খাগড়াছড়ি

গত রাতের দুই ঘন্টার বৃষ্টিতে খাগড়াছড়ি চেঞ্জী নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলা শহরের নিম্ন এলাকা প্লাবিত হয়েছে।আজ ৭’ই সেপ্টেম্বর ২৫’ইং তারিখ রোজ রবিবার আনুমানিক সকাল ভোর ৬’টার পর থেকে, খাগড়াছড়ি নদীর পানি বৃষ্টির খবর পাওয়া যায় এবং বেলা ১১’টার মধ্যেই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন জনবসতি পূর্ণ এলাকা সহ শহরের নিন্ম এলাকা প্লাবিত হয়।স্থানীয়দের মন্তব্য গত রাতের প্রায় তিনটা থেকে ভোর পাচঁটা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হয়েছে আর এর পর থেকেই আনুমানিক ৬’টার পর থেকে নদীর পানি বৃদ্ধি হতে শুরু করে এবং প্রায় ১১’টার দিকে নদীর পানি বৃষ্টি পেয়ে জনবসতি এলাকায় উঠে যায়।

উল্লেখ্য গতকাল দিনগত রাত আনুমানিক রাত ২’৩০ এর পর বৃষ্টি শুরু হয়ে শেষ রাতের ৪’৩৫টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এতেই সকাল ৬’টার পর থেকে উজানের পাহাড়ের ঢল মেনে বেলা ১১’টার মধ্যে নদীর বৃদ্ধি হয়ে, খাগড়াছড়ি শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানায় সরেজমিনে থাকা বিভিন্ন সিভিল গোয়েন্দা সংস্থার লোকজন।খাগড়াছড়ি পৌর কতৃপক্ষ বলেন, আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে যেনে – আমাদের লোক পাঠিয়েছি তাদের দেওয়া তথ্যমতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো বলে জানানো হয়েছে।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন