১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুরের পীরগাছায় বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তিনজন নিহত আহত অর্ধশতাধিক

রংপুর প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় একটি বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তিনজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— অমৃত বালা ও সান্তা রানী। তাদের বাড়ি রংপুর মহানগরীর নদীর হাট এলাকায়। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।পীরগাছা ফায়ার সার্ভিস এর ইনচার্জ আল আমিন জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা থেকে বৌভাত খেয়ে রংপুর সদর উপজেলার শ্যামপুর হাটে ফেরার পথে সনাতন ধর্মাবলম্বীদের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা সুন্দরগঞ্জ মহাসড়কের বেলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি পাশের পুকুরে পড়ে যায়।পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে চালকসহ তিনজন মারা যান। এদের মধ্যে অমৃত বালা ও শান্তা রানী নামের দুইজনের পরিচয় পাওয়া গেছে।ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাঁধটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালের এমার্জেন্সি বিভাগ সূত্র জানিয়েছে, ওই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন শিশু আছে। অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন