১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

টানা বর্ষণেও আলো নিভেনি পল্লী বিদ্যুৎ কর্মীদের নিঃশব্দ সংগ্রামে উজ্জ্বল কালিগঞ্জ

তাপস কুমার ঘোষ কালিগঞ্জঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিরামহীন বর্ষণ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। অঝোর বৃষ্টির দাপট উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন মাঠপর্যায়ের লাইনম্যান থেকে শুরু করে টেকনিক্যাল টিমের সদস্যরা।বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হলেও বিদ্যুৎ সংযোগ সচল থাকায় তারা ঘরে বসেই ইন্টারনেট, মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারছেন নির্বিঘ্নে।

সাধারণ গ্রাহকরা এই সেবার ধারাবাহিকতায় সন্তোষ প্রকাশ করে সামাজিক মাধ্যমে প্রশংসার ঢেউ তুলেছেন। অনেকেই বলেছেন, এই দুর্যোগে বিদ্যুৎ বিভাগের এই ভূমিকা সত্যিকার অর্থে প্রশংসাযোগ্য ও পেশাদারিত্বের উদাহরণ।একজন স্থানীয় গ্রাহক বলেন, বৃষ্টির মধ্যে বিদ্যুৎ থাকাটা এখনকার সময়ে অনেক বড় স্বস্তির বিষয়। সোশ্যাল মিডিয়া, অনলাইন ক্লাস বা অফিস সবিই চলছে নিরবচ্ছিন্নভাবে। এটা সম্ভব হয়েছে বিদ্যুৎ কর্মীদের নিবেদিত প্রচেষ্টায়।পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ঝড়-বৃষ্টির সময় লাইন সচল রাখতে অতিরিক্ত টেকনিক্যাল টিম স্ট্যান্ডবাই থাকে এবং গ্রিডে ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধানের জন্য প্রস্তুত থাকে।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন