
তাপস কুমার ঘোষ কালিগঞ্জঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে পুকুর খননের আড়ালে এক হতদরিদ্র পরিবারকে ঘরচ্যুত করার অভিযোগে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে।বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, শহিদুল ইসলাম নামের এক দিনমজুরের বসতভিটা ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় মান্নান গাজী ও তার ছেলে মাহবুব গাজীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা পরিকল্পিতভাবে ভেকু মেশিন চালিয়ে শহিদুলের ঘর পুকুরে ফেলে দিয়েছেন।ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, “দিনের পর দিন আমার ঘরের একদম লাগোয়া জায়গায় মাটি কাটছিল। একপর্যায়ে ঘরের একাংশ ধসে পড়ে পুকুরে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে।


এ ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয়রা। তারা জানান, বিষয়টি নিয়ে বারবার স্থানীয় মেম্বার, চেয়ারম্যানসহ গণ্যমান্যদের মাধ্যমে অভিযুক্তদের খননকাজ বন্ধে বলা হলেও তারা কর্ণপাত করেননি।পরিস্থিতি আঁচ করতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে সাময়িকভাবে কাজ বন্ধের নির্দেশ দেন। তবে স্থানীয়দের দাবি, ওই নির্দেশও অমান্য করে আবারও ভেকু এনে খননকাজ চালিয়ে যাচ্ছে অভিযুক্তরা।স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, এটি একটি সুস্পষ্ট বেআইনি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। দোষীদের বিরুদ্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।অন্যদিকে, অভিযুক্তরা নিজেদের জমির কথা দাবি করলেও এখন পর্যন্ত কোনো প্রকার দলিলপত্র বা বৈধ্য কাগজ দেখাতে পারেননি বলে জানিয়েছেন এলাকাবাসী।এলাকাবাসীর জোর দাবি অবিলম্বে এই অন্যায় কাজ বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক। অন্যথায়, বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
