১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের “নিরাপদ কর্মস্থল” দাবিতে মানববন্ধন

রতন রায় রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা সম্প্রতি নিরাপদ কর্মস্থল ও উন্নত কাজের পরিবেশের দাবিতে ৩০ জুন ২০২৫”মানববন্ধন” কর্মসূচি পালন করেছেন,নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ হাসপাতালে সহিংসতা রোধ রোগী ও অভিভাবকদের দ্বারা কর্মীদের ওপর হামলা রোধে কঠোর পদক্ষপ চান।সোমবার(৩০জুন)সকাল এগারোটায় রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন চত্বরে স্টাফদের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।সমাবেশে বক্তারা বলেন,গত ২৮শে জুন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট আবু মোত্তালেব মামুনের উপর বর্বর হামলার ঘটনা ঘটে।আমরা চাই এ বর্বর হামলায় জরিত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা।পাশাপাশি হাসপাতালে কর্মরত অন্যান্য স্টাফদের নিরাপত্তা চাই।বাংলাদেশ ডিপ্লোমা এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেন।উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা কাছে জানতে চাইলে তিনি বলেন, ফার্মাসিস্ট আবু মোতালেব মামুন এর ওপর যে বর্বর হামলা ঘটনা অবগত হয়েছি , তাহা উদ্বোধন কর্তৃপক্ষেকে জানিয়েছি এবং উপজেলার প্রশাসন কে অবগত করানো হয়েছে, শীঘ্রই হামলাকারীর উপযুক্ত শাস্তি নিশ্চিত হবে, এবং আজকের মানববন্ধন নিরাপদ কর্মস্থল চাই এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যথারীতি প্রেরণ করব।কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ কর্মস্থল হোক এটা আমরা চাই।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু কন্সান্টেন্ট বিভাগে কর্তব্যরত ডা: উম্মে কুলসুম বিউটি,ডঃ মনীষা- মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট, আনোয়ার হোসেন,জুনিয়র ফার্মাসিস্ট জাহিদ হাসান,অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর উজ্জ্বল রায়,সিনিয়র স্টাফ নার্স শারমিন নাহার,মিডওয়াইফ লতা রায়সহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ মানববন্ধনে উপস্থিত ছিলেন ।উল্লেখ্য গত ২৮শে জুন শনিবার দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফার্মাসিস্ট ডিউটিতে এসে বর্বর হামলার শিকারের ঘটনা ঘটে। এঘটনায় রাজারহাট থানায় অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেন আহত ফার্মাসিস্ট আবু মোত্তালেব মামুন।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন