৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়া সমাজ কল্যাণ সংসদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হিমেল বদ্ধর্নঃ

চট্টগ্রামের পটিয়ায় হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ আয়োজিত শিক্ষা স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।২৯ আগস্ট  শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । এতে পটিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক , প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে । শিক্ষা স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ এর আহ্বায়ক পার্থ বিশ্বাস বলেন , আমরা অর্ধ বার্ষিক ও বার্ষিক পরীক্ষার সিলেবাস এর সাথে সঙ্গতি রেখে প্রশ্নপত্র প্রণয়ন করেছি যাতে শিক্ষার্থীরা সাচ্ছন্দ্যবোধ করে । সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক আইনজীবী রুপন কান্তি দাশগুপ্ত বলেন , হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ ৬০ বছরের প্রাচীন , ঐতিহ্যবাহী, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন । দীর্ঘ ২০ বছরের ও বেশি সময় ধরে এই সংগঠন বৃত্তি পরীক্ষার আয়োজন করা আসছে । সংগঠনের সভাপতি প্রকৌশলী কনক চৌধুরী বাবু বলেন , এখান থেকে যাতে আগামী প্রজন্ম দেশের যোগ্য প্রতিযোগিতামূলক কর্মকান্ডে নিজেকে গড়ে তুলতে পারে সেই লক্ষ্য নিয়েই এই বৃত্তি পরীক্ষার আয়োজন ‌। আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো । বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান শিক্ষানুরাগী দীপক কান্তি সরকার , শিক্ষক নেতা মোঃ সেলিম , রাজু দাশগুপ্ত ,রাহুল চৌধুরী , রাহুল মাহাজন , সৌরভ চৌধুরী , নয়ন সেন প্রমূখ।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন