৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

গীতামৃতম্ সংঘ বাংলাদেশ এর ফটিকছড়ি উপজেলা কমিটি ঘোষণা ও প্রশিক্ষণ কর্মশালা

বিশ্বজীৎ কান্তি নাথ (অন্বয়) ফটিকছড়িঃ

২৯ আগস্ট ২০২৫ইংরেজী শুক্রবার ফটিকছড়ি কেন্দ্রীয় মন্দিরে সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত গীতামৃতম্ সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এর সম্মানিত সাধারণ সম্পাদক বিনয় দাশ এর পরিচালনায় শিক্ষক প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত হয়।ট্রেইনার হিসেবে ছিলেন গীতামৃতম্ সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এর সম্মানিত প্রতিষ্ঠাতা উজ্জ্বল চন্দ্র চন্দ,  সধারণ সম্পাদক বিনয় দাশ,সাংস্কৃতিক সম্পাদক শয়ন সুশীল। এরপর প্রসাদ বিরতির পরে ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়। ২য় অধিবেশনে গীতামৃতম্ সংঘ বাংলাদেশ এর একনিষ্ঠ কর্মী বিশ্বজীৎ কান্তি নাথ এর সঞ্চালনায় নবগঠিত বৃহত্তর ফটিকছড়ি উপজেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতামৃতম্ সংঘ বাংলাদেশ এর সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য এবং বৃহত্তর ফটিকছড়ি উপজেলা কমিটি এর আহবায়ক রাধেশ্যাম নাথ।অনুষ্ঠানে আর্শিবাদক উপস্থিত হিসেবে কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের অধ্যক্ষ উজ্জ্বল ব্রহ্মচারী,আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি পূজা উৎযাপন  পরিষদের সম্মানিত সহ-সভাপতি এবং গীতামৃতম্ সংঘের বৃহত্তর ফটিকছড়ি উপজেলা কমিটি র সম্মানিত প্রধান উপদেষ্টা গুরুপদ শীল, গীতামৃতম্ সংঘ বাংলাদেশ এর সম্মানিত প্রতিষ্ঠাতা উজ্জ্বল চন্দ্র চন্দ, কেন্দ্রীয় কমিটির এর সম্মানিত সভাপতি রুবেল কান্তি নাথ, অর্থ সম্পাদক ছোটন নাথ, সহ -অর্থ সম্পাদক সুজন দাশ,সাংস্কৃতিক সম্পাদক শয়ন সুশীল,প্রচার সম্পাদক পবন দেবনাথ।কেন্দ্রীয় কমিটি এবং আহবায়ক কমিটির পক্ষ হতে বৃহত্তর ফটিকছড়ি উপজেলা কমিটি এর সম্মানিত সভাপতি চন্দন নাথ,সম্পাদক শিবলু নাথ অর্থ সম্পাদক রনি নাথ,সাংগঠনিক সম্পাদক চন্দন সরকারসহ বাকী সব সদস্যদের ফুলেল শুভেচছা এবং অভিনন্দন জানানো হয়।সভাপতি সম্পাদক উভয় ইউনিক সাংগঠনিক কার্যক্রম উপহার দিবেন বলে আস্বস্ত করেন।পরিশেষে বিকেলে ৫ঘটিকায় উক্ত সভার সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
নবগঠিত কমিটির সকল সদস্যের পক্ষ হতে সকলকেই শুভেচ্ছা।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন