
রুদ্র ডেক্সঃ
কুমিল্লা দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮শে আগস্ট রোজ বৃহস্পতিবার দেবিদ্বার ১১ নং রাজামেহার ইউনিয়ন পরিষদের মাট প্রাঙ্গণে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল সংগঠনের সাধারণ সম্পাদক নিউজ টুয়ান্টিফোর প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ এর সভাপতিত্বে ওই ভিত্তি প্রস্তর ও সমাবেশ অনুষ্ঠিত হয়।অভিভাবকদের নিয়ে ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলার সমাজ সেবা অফিসার রোমান হোসেন । তিনি বলেন, ‘অটিস্টিক ও প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। বর্তমানে সরকার প্রতিবন্ধীদের সাবলম্বী করার জন্য নানা পদক্ষেপ গ্রহন করেছেন। প্রতিবন্ধী ভাতা বা আর্থিক সহায়তা, তথ্য ভান্ডার তৈরি, আইন ও নীতিমালা, সরকারি চাকরিতে সুবিধা, সহায়ক উপকরণ ও প্রশিক্ষণ, বিশেষায়িত সেবা কেন্দ্র সহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে। তিনি অত্র রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে এর সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।দেবিদ্বার বিএনপির আগামী দিনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি আবুল কালাম আজাদ বিশেষ অতিথি বক্তব্যে বলেন, ‘রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের প্রতিবন্ধী স্কুলটি দেবিদ্বারে প্রথম প্রতিবন্ধী স্কুল। এই স্কুলের প্রায় পাঁচ বছর যাবৎ শিক্ষকরা বিনা বেতনে শ্রম দিয়ে যাচ্ছে। স্কুলটি যেন বন্ধ না হয় সেই জন্য প্রতিমাসে স্কুলে জন্য অর্থ দেওয়ার ঘোষণা দেন। এই ছাড়াও আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে এই স্কুলটি ভবন নির্মাণের সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।সভাপতির বক্তব্যে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ বলেন, প্রতিবন্ধীরাও মহান আল্লাহর সৃষ্টি। মহান আল্লাহ বিশেষ হেকমতে তাদের সৃষ্টি করেছেন। তাদের অবহেলা করা উচিত নয়। মানুষ হিসেবে সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান থাকা উচিত। সবার প্রাপ্য অধিকার দেওয়া জরুরি।তিনি আরও বলেন, জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল একটি সাংবাদিক সংগঠনের পাশাপাশি আর্তমানবতার কাজেও জড়িত এই সংগঠন। প্রতিবন্ধী স্কুল, এতিমখানা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সহযোগিতা করে যাচ্ছেন সংগঠনের সভাপতি শেখ তিতুমীর আকাশ সহ অন্যনরা। সংগঠনটির পক্ষ থেকে এই রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের জন্য সবধরণের সহযোগিতা করার অশ্বাস দেন তিনি।এছাড়ায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমেদ, জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর দপ্তর সম্পাদক সেলিম খান বাপ্পি, স্কুলের প্রধান শিক্ষিকা তামান্না আক্তার লাভলী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী, নাহিদা আক্তার লাকী,
এডভোকেট মুজিবুর রহমান, জাতীয় যুব পদকপ্রাপ্ত মুছা সিকদার, দৈনিক নবোদয় পত্রিকার সম্পাদক আবেদা সুলতানা, মামুন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও অবিভাবকেরা।
