
তাপস কুমার ঘোষ কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধিঃ
অজ্ঞান পার্টির কবলে পড়ে জুলফিকার আলী নামক বিএনপির এক নেতার বাড়িতে চেতনা নাশক ছিটিয়ে পুরো পরিবারকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা । সোমবার (২৮ জুলাই ) গভীর রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ,দক্ষিণ শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সকালে ঘুম থেকে না ওঠায় ডাকাডাকির এক পর্যায়ে প্রতিবেশীরা দেখতে পায় ঘরের মধ্যে অচেতন অবস্থায় গৃহকর্তা জুলফিকার আলী (৬২) এবং তার স্ত্রী পড়ে আছে। পরে অচেতন অবস্থায় তার স্বজনরা উদ্ধার করে দ্রুত নলতা ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করে। সেখানে তারা ২, জন এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রতিবেশী বিলাল, আলামিন, রহিম জানান প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া শেষ করে বাড়িতে অন্য কেউ না থাকায় গৃহকর্তা জুলফিকার আলী এবং তার স্ত্রী ঘুমিয়ে পড়ে। সুযোগে বুঝে অজ্ঞান পার্টির দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে তাদেরকে অজ্ঞান করে ফেলে। এই সুযোগ চোর চক্রের সদস্যরা ঘরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ,স্বর্ণালংকার সহ বহু মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়। গৃহকর্তা জুলফিকার আলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। হাসপাতালে চিকিৎসায় থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান এখনো পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের হয় নাই। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।