
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় বিয়ের মাত্র ৩ দিন পরই কীটনাশক সেবনে আত্মহত্যা করেছে এক নববধূ। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ছালাপাক গ্রামের আলী মাহমুদের মেয়ে আইরিন বেগমের (১৮) সাথে গত ২৫ জুলাই বিয়ে হয় একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আরিফের। বিয়ের পরই নবধূকে পাঠানো হয় স্বামীর বাড়িতে। সেখানে দুদিন অবস্থান করলেও স্বামীর সাথে কথা বলেননি নববধূ। ফলে ২৭ জুলাই বিষয়টি নববধূ আইরিনের পরিবারকে জানানো হয় স্বামী আরিফের পরিবার থেকে। সে সাথে নববধূকে স্বাভাবিক করতে নিয়ে আসা হয় তার পিতার বাড়িতে। সেখানে পরদিন সকালে কীটনাশক (গ্যাস ট্যাবলেট) সেবন করলে আইরিন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে সে মারা যায়।আইরিনের চাচাতো বোন জানান, সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে আইরিন কীটনাশক (গ্যাসের ট্যাবলেট) সেবন করে। আত্মহত্যার কারণ সে বলতে পারেনি।তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, আইরিনের অন্যত্র প্রেম ছিল তার অমতে বিয়ে দেওয়ায় সে আত্মহত্যা করে।আরিফের ভগ্নিপতি চাপারহাট এলাকার আতাউর রহমান জানান, বিয়ের পর নববধূ স্বামীর বাড়িতে দুইদিন থাকলেও সে তার স্বামীর সাথে কোনো কথা বলেন নাই।এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।