
তাপস কুমার ঘোষ কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে পল্টি মুরগির মাংস বিক্রি হচ্ছে এমন চিত্রে হতবাক ক্রেতারা। বুধবার (২৩ জুলাই) বেলা ১১ টার সময়ে বাজারে সরেজমিনে ঘুরে দেখা যায়, খোলা জায়গায় সংরক্ষিত মাংসের আশেপাশে ছড়ানো রয়েছে ময়লা-আবর্জনা। পানিনিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা অকার্যকর। কোথাও নেই মাংস ঢাকার সুষ্ঠু উদ্যোগ। ফলে মাছির আনাগোনা, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকিতে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।
স্থানীয় ক্রেতা মো. আলী শাহ জানান, মাংস কিনতে ভয় লাগে, মাছি বসে, দুর্গন্ধ ছড়ায়। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।
আরও কয়েকজন ভোক্তা অভিযোগ করেন, “আমরা তো সাধারণ মানুষ, খিদে পেটে বাধ্য হয়ে কিনি। কিন্তু প্রতিদিন এভাবে স্বাস্থ্য ঝুঁকিতে থাকলে আমাদের গন্তব্য কোথায় হবে।বাজারের নিয়মিত মাংস বিক্রেতা সিরাজুল ও দীনবন্ধু জানান, আমরা যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। কিন্তু ড্রেন পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই। বাজার কমিটি যদি একটু দায়িত্ব নিত, তাহলে অবস্থার উন্নতি হতো।তবে বাজার কমিটির পক্ষ থেকে এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানা গেছে। ক্রেতা ও এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং টেকসই বাজার ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।
