
রুদ্র ডেক্সঃ
গত ২১ জুলাই সোমবার ঢাকার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিকভাবে ছাত্র-শিক্ষিকা ও বিমানের পাইলটসহ নিহত ও আহত হওয়ায় রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ, বাংলাদেশ গভীর শোক প্রকাশ করেছে। বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে আমরা তাদের পারলৌকিক শান্তি কামনা করছি এবং আগুনে দগ্ধ ও আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।
বিমান দুর্ঘটনায় ছাত্র-শিক্ষিকা ও বিমানের পাইলটসহ নিহত ও আহত হওয়ার ঘটনায় সমবেদনা জ্ঞাপন ও শোক প্রকাশ করছেন কেন্দ্রীয় সংসদের সভাপতি পণ্ডিত অরুণ দেব নাথ, সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি নাথ, সাংগঠনিক সম্পাদক পিংকু কুমার নাথ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি পণ্ডিত রুপন দেবনাথ, সিনিয়র সহ-সভাপতি পুরোহিত রতন দেব নাথ, সাধারণ সম্পাদক সন্তোষ দেবনাথ, উত্তর জেলা সংসদের সভাপতি সুনিল দেবনাথ, সহ-সভাপতি পণ্ডিত অজিত দেবনাথ, সাধারণ সম্পাদক শিমুল দেবনাথসহ বিভাগীয় ও সকল জেলা সংসদ নেতৃবৃন্দ।
