
নিজস্ব প্রতিবেদন :
জাগো সনাতন সংগঠনের উদ্যোগে শ্রীম্দ্ভগবদগীতা প্রতিযোগিতা ১৮ জুলাই শুক্রবার উত্তর কাট্টলী সেবা খোলা বৈকুণ্ঠধামে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কিশোর দেয়ারীর পরিচালনায় প্রতিযোগিতায় অর্ধশত ছাত্র-ছাত্রীরা শ্রীম্দ্ভগবদগীতার উপর লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্ঠা পণ্ডিত অরুণ বিকাশ দেবনাথ উপদেষ্টা হরিপদ দেওয়ারী, রুদ্রজ ব্রাহ্মণ ব্রাহ্মণ পুরোহিত সংঘ, বাংলাদেশ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব কান্তি নাথ, সংঘঠনিক সম্পাদক, পিংকু কুমার নাথসহ গীতা স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থি ছিলেন।
সংগঠনের সভপতি বলেন, প্রতিযোগিতার ফলাফল শীঘ্রই ‘জাগো সনাতন’ সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে এবং বিজয়ীদের পুরস্কার পরবর্তী কর্মশালার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।
