৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নাথ কল্যাণ সমিতি বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন

নাথ কল্যাণ সমিতি বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটির জরুরি সভা গত ৬ জুলাই শুক্রবার ২০২৫ইং চট্টগ্রাম বড়পোলস্থ অস্থায়ী কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি লায়ন ডাঃ নারায়ণ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংঘঠনের সহ সাধারণ সম্পাদক সজল কান্তি নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ, বিশেষ অতিথি পটিয়া উপজেলা শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, বিসিকের সাবেক পরিচালক বাবুল নাথ, সাংবাদিক অর্জুন কুমার নাথ, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্রগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন, ভার্চুয়ালি বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার হরেন্দ্র কুমার নাথ, সহ সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, বক্তব্য রাখেন সহ সভাপতি ইঞ্জিনিয়ার নিরঞ্জন নাথ, এডভোকেট প্রদীপ কুমার নাথ, রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব কান্তি নাথ, বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি মাষ্টার বাদল নাথ, শুরুতে শিবগীতা পাঠ করেন পিংকু দেব নাথ, সভায় সর্ব সম্মতিতে ইঞ্জিনিয়ার নিরঞ্জন নাথ কে আহবায়ক, রামলাল দেব নাথ কে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়, উক্ত কমিটিকে ৪৫ দিনের মধ্যে কেন্দ্র, জেলা উপজেলা কমিটির সাথে সমন্বয় করে সম্মেলন আয়োজনের দায়িত্ব অর্পন করা হয়।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন