২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের ত্রি- বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

সৈকত দাশ ইমনঃ 
বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ চট্টগ্রাম জেলা কমিটির ত্রি- বার্ষিক সন্মেলন গত ২৭ ডিসেম্বর সকালে চট্টগ্রাম কেন্দ্র নন্দীরহাট লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি উৎপল রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি- বার্ষিক সন্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লায়ন তপন কান্তি দত্ত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট কমিটির সদস্য প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য্য, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রকৌশলী ঝুলন কুমার দাশ, মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন শীতলপুর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ গৌবিন্দ ব্রহ্মচারী, আর্শীবাদক ছিলেন শ্রীমৎ রূপদাশ ব্রহ্মচারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ডাঃ বিজন কুমার নাথ, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আশীষ চৌধুরী অপু, সংগঠনের সহ সভাপতি অধ্যাপক বন গোপাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি- বার্ষিক সন্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন প্রকাশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল দেব রায়, স্বাগত বক্তব্য রাখেন, সহ সভাপতি সুনীল দত্ত, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহ সভাপতি অশোক গুপ্ত, ধন্যবাদ জ্ঞাপন করেন, সহ সভাপতি ডাঃ প্রবীর শংকর রায়, শোক প্রস্তাব প্রদান করেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল দাশ রানা, আর্থিক প্রতিবেদন প্রকাশ করেন, অর্থ সম্পাদক প্রদীপ চক্রবর্ত্তী, অর্থ সম্পাদক খোকন চক্রবর্ত্তী, সাংগঠনিক বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত দাশ, সাংগঠনিক সম্পাদক উৎপল দত্ত, সাংগঠনিক সম্পাদক কমল চক্রবর্ত্তী অলক, সৈকত দাশ ইমন, বোয়ালখালী উপজেলার সভাপতি বাবলু ঘোষ, প্রদীপ কুমার দে, অনন্ত শর্মা প্রমূখ।দ্বিতীয় অধিবেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লায়ন তপন কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাউন্সিলদের মতামতের ভিত্তিতে উৎপল রক্ষিত কে সভাপতি, বাবুল দেব রায় কে সাধারণ সম্পাদক ও খোকন চক্রবর্ত্তী কে অর্থ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটিকে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন