৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির আওতাধীন চট্টগ্রাম মহানগরের নবনির্বাচিত কমিটি ঘোষণা,পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও কমিটি গঠন কল্পে গঠিত আহবায়ক কমিটির সম্মানিত আহবায়ক দয়াল কান্তি সামন্ত এর সভাপতিত্বে ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার বিকাল ৩.৩০ ঘটিকায় চট্টগ্রাম আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে অনুষ্টিত হয়।সমবেত কন্ঠে শ্রীমদ্ভগবদগীতা পাঠের মাধ্যমে অপূর্ব ধর এর সঞ্চালনায় শুরু হয়।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌ. নীপেশ রঞ্জন হোড়। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী সভাপতি শ্রী হরিনারায়ণ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণপদ আচার্য্য,সহ সাধারণ সম্পাদক বিমল কান্তি নাথ,দপ্তর সম্পাদক সুজিত দাশ,অর্থ সম্পাদক বনবিহারী আচার্য্য,সহ সাংগঠনিক সম্পাদক শিমুল কুমার নাথ,সহ ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সঞ্জয় আচার্য্য,চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মৃদুল কান্তি বৈদ্য।বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে চলমান পরিস্থিতি শুরু হয়েছে তার থেকে মুক্তির একমাত্র পথ পৃথক নির্বাচন ব্যবস্থা। এটা এখন সনাতনীদের একমাত্র মুক্তির সনদ।এজন্য সকল সনাতনীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।আগামীতে কেন্দ্রীয় মহাসচিব এড.গোবিন্দ চন্দ্র প্রমানিক হিন্দুদের দাবী আদায়ে যে মহাসমাবেশের ডাক দিবে তা সফল করার জন্য বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সর্বস্তরের নেতা কর্মীদের তৃণমূল পর্যায়ের হিন্দুদের নিয়ে দাবী আদায়ে কাজ করতে হবে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।প্রধান অথিতি তার বক্তব্যে বলেন নবগঠিত চট্টগ্রাম মহানগর কমিটি তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালন করে নির্যাতিত নিপীড়িত হিন্দুদের পাশে থেকে যেন কাজ করেন।তিনি আরো বলেন আগামী তিন মাসের মধ্যে মহানগরের সমস্ত থানা কমিটি গুলো গঠন করে সাংগঠনিক শক্তিকে মজবুত করবে।সভায় স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য সচিব শ্রী উত্তম চক্রবর্তী। আরো বক্তব্য রাখেন লায়ন সুভাষ দাশ, এড. উত্তম কুমার রায় ,উত্তম বিশাংগীরি, লিটন কান্তি শীল,বিদ্যুৎ মজুমদার ,শ্যামল বিশ্বাস প্রমুখ। সভায় শ্যামল কান্তি নাথকে সভাপতি, এডভোকেট উত্তম কুমার রায়কে সাধারণ সম্পাদক, বাবলু আচার্য্যকে অর্থ সম্পাদক ও লিটন কান্তি শীলকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। সভায় বক্তাগণ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির মহাসচিব এড.গোবিন্দ চন্দ্র প্রামাণিকের নেতৃত্বে সনাতন সম্প্রদায়ের সার্বিক কল্যাণার্থে সকলে একনিষ্ট ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠানটি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন