১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজারহাটে ধর্মীয় আলোচনা সভা ও বস্ত্র বিতরণ

রতন রায় রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।রাজারহাট উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট-এর যৌথ আয়োজনে শনিবার সকালে শ্রী শ্রী দুর্গা কেন্দ্রীয় মন্দির থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে বিকাল ৪টায় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বস্ত্র বিতরণ ও আলোচনা সভা শুরুতেই শ্রীমৎভাগবৎগীতা পাঠ করেন শ্রী যুক্ত বাবু অনিল চন্দ্র রায় (কৃষ্ণ ভক্ত) শ্রীগীতা পাঠ ও স্বাগত বক্তব্য মধ্যে দিয়ে ধর্মীয় আলোচনা সভা শুরু হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কুড়িগ্রাম জেলা সদস্য সচিব, কুড়িগ্রাম ২ আসনের সংসদ পদপ্রার্থী, “আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ” শ্রী অজয় কুমার সরকার, (প্রধান শিক্ষক)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম ,উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, কুড়িগ্রাম পৌর বিএনপি আহ্বায়ক-মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম ব্যাপারী ও আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ।সদস্য সচিব (প্রস্তাবিত) পুজা উদযাপন ফ্রন্ট ও হিন্দু মহাজোট রাজারহাট উপজেলা শাখার সভাপতি, (সাংবাদিক) – রতন রায়-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুড়িগ্রাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুভাষ সরকার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক পিযুষ কুমার রায়,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল। কাজ্জল কুমার সরকার (মেম্বার, ৮ নং ওয়ার্ড, রাজারহাট ইউনিয়ন), প্রদীপ মোহন্ত ( ব্যবসায়ী)রতন কুমার বায় (সাংবাদিক ও পূজা উৎযাপন ফ্রন্ট, রাজারহাট উপজেলা) সত্যেন্দ্র নাথ রায় (সত্য) (সহঃ শিক্ষক, কাঁঠালবাড়ী, নূরুল্লাহ ফাজিল মাদ্রাসা)উত্তম কুমার মন্ডল (চিকিৎসক), সুশীল বিশ্বাস – সভাপতি – হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজারহাট উপজেলা শাখা , সুজন কুমার রায় – সদস্য সচিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজারহাট উপজেলা শাখা , নিতাই চন্দ্র রায় -সভাপতি, পূজা উদযাপন ফ্রন্ট রাজারহাট উপজেলা শাখা।উপস্থিত নেতৃবৃন্দ আলমগীর হোসেনকে সদস্য সচিব, কৃষক দল রাজারহাট উপজেলা। আনিছুর রহমান (লিটন) আহ্বায়ক, সেচ্ছাসেবক দল রাজারহাট উপজেলা।রুবেল আহমেদ : সদস্য সচিব, সেচ্ছাসেবক দল রাজারহাট উপজেলা শাখা।নয়ন আলী (সদস্য সচিব, যুবদল, রাজারহাট উপজেলা শাখা। মকবুল হোসেন (প্রধান শিক্ষক, তালতলা সরঃ প্রাঃ বিদ্যাঃ), নয়ন আলী, সদস্য সচিব যুবদল, রাজারহাট উপজেলা। উপজেলা ছাত্রদল আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাজু মিয়া, খোকন, সামিউর রহমান, বাবু চন্দ্র সরকার, জনার্দন সরকার শুভ, সুমন রায়, পল্লব রায়, সরণ রায়, বিধান মহন্ত (ডন), প্রদীপ রায় সহ আরো অনেকেই।উৎসবের অংশ হিসেবে ধর্মীয় সমপ্রীতির বার্তা ও মানবকল্যাণমূলক এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন