১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

তাপস কুমার ঘোষ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে মহাবতার ভগবান শ্রীশ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন কালীমাতা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল। শঙ্খধ্বনি, উলুধ্বনি, নামসংকীর্তন ও বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুলতলা মোড় সংলগ্ন বিশাল প্যান্ডেলে ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক মিলন কুমার সরকার। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গরিবের ডাক্তার খ্যাত অধ্যাপক ডা. শহিদুল আলম।এছাড়া বক্তব্য রাখেন ইউএনও অনুজা মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার ওসি মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। ধর্মীয় আলোচনা করেন সাতক্ষীরা জেলা পুরোহিত ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয় চক্রবর্তী।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা, উপজেলার বারোটি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং হাজারো কৃষ্ণভক্ত। শুরুতে গীতা পাঠ করেন শিক্ষিকা কলিকা সরকার ও ভজন সংগীত পরিবেশন করেন কানন বালা ও রুদ্রনীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মিলন কুমার ঘোষ ও রনজিত সরকার।অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ব্যাজ পরিয়ে সম্মাননা জানানো হয়। শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে জন্মাষ্টমীর উৎসব সম্পন্ন হয়।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন