১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

নলতা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

তাপস কুমার ঘোষ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জের নলতা শরীফ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় কালিগঞ্জের নলতা হাসপাতালের সামনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।এছাড়া বক্তব্য রাখেন,যুগ্ম সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল,
দৈনিক ডেসটিনি জেলা প্রতিনিধি সহারাফ হোসেন সবুজ,দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম,প্রচার সম্পাদক আবুল হোসেন,সদস্য হারুন অর রশিদ, মাস্টার মাহবুব রহমান,
মাওলানা মাহবুব হোসেন,দৈনিক জনতার মতামতের প্রতিনিধি হাফিজুর রহমান,সদস্য আঃ সালাম, আজিজুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা শুধু সাংবাদিক সমাজের জন্য নয়—পুরো জাতির জন্যই কলঙ্কজনক। দ্রুত সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন