১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজারহাটে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্টমী পালিত

সুজন কুমার রায় কুড়িগ্রাম প্রতিনিধিঃ

দুষ্টের দমন আর সৃষ্টের পালন করতে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আজ ১৬ আগষ্ট ২০২৫ ইং রোজ শনিবার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্টমী। এই আবির্ভাব তিথি উপলক্ষে সারা বাংলাদেশের মতো, কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে জন্মষ্টমীর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা / রেলী অনুষ্ঠিত হয়েছে । জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকেই রাজারহাট উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দিরে শুরু হয় পুজা-অর্চনা ও আলোচনা সভা। উপস্থিত ছিলেন রাজার হাট উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: নাজমুল আমল, সেচ্ছাসেবক দলের আহবায়ক ও রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো: সাইদুল ইসলাম, ছাত্র দলের আহবায়ক,, রুবেল পাটোয়ারী, ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, মন্দির কমিটির সেক্রেটারী সাংবাদিক সরকার অরুণ যদু, সকাল ১১ টায় রাজারহাট কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষীণ করেন। রাজাহাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টাণ কল্যাণ ফ্রন্ট কমিটির আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী নারী,পুরুষ।এ সময়, সংগঠনের আয়োজকরা জানান, শ্রীকৃষ্ণ শুধু একজন দেবতা নন, তিনি মানবতার বার্তাবাহক। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ  যার আদর্শ যুগে যুগে মানুষকে সত্য ও ধর্মের পথে চলতে অনুপ্রাণিত করেছে।জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে রাজারহাট থানার প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন