২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুর ১ আসনে -গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হানিফ খান সজিব

রংপুর (গঙ্গাচড়া) প্রতিনিধিঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-১ আসনে (গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের ১-৮ নম্বর ওয়ার্ড) গণঅধিকার পরিষদ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সংগঠনের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব।বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মোট ৩৬টি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হাসান আল মামুন। এসময় উপস্থিত ছিলেন দলীয় সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।মনোনয়ন ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় হানিফ খান সজীব বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমি রাজনীতির সঙ্গে যুক্ত হই। সেই সময় থেকেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে সাধারণ মানুষের পক্ষে কথা বলে যাচ্ছি। রংপুর অঞ্চল বিশেষ করে উত্তরের জনগণ বছরের পর বছর উন্নয়ন ও বাজেট বণ্টনে অবহেলার শিকার। তিস্তা প্রকল্প বারবার আলোচনায় এলেও বাস্তবে কোনো অগ্রগতি নেই। এই বাস্তবতা বদলাতে হলে প্রয়োজন দৃঢ় ও সংগ্রামী নেতৃত্ব।হানিফ আরও বলেন,দলীয় মনোনয়নের মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমি সকলের দোয়া, সহানুভূতি ও সক্রিয় সহযোগিতা কামনা করছি।রংপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শেরে খোদা আসাদুল্লাহ জানান,দলীয় সিদ্ধান্ত আমাদের কাছে চূড়ান্ত ও গুরুত্বপূর্ণ। রংপুর-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব।পাশাপাশি হানিফ খান সজীবকে রংপুর – ১ আসনে প্রার্থী ঘোষণায় সংসদীয় আসন গঙ্গাচড়া উপজেলা ও সিটি কর্পোরেশনের ১-৮ নং ওয়ার্ডের গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে ।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন