
রংপুর গঙ্গাচড়া প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে (৫৬) গ্রেফতার করে শুক্রবার (১৮ জুলাই) আদালতে প্রেরন করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।থানা পুলিশ সূত্রে জানায়, রংপুর জেলা ম্যাজিস্ট্রেট এর জারিকৃত আদেশ অনুযায়ী বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮ টায় গঙ্গাচড়া দোলাপাড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান ওই গ্রামের মৃত ইয়াছিন আলীর পুত্র।পুলিশ আরো জানায়, সরকারি আদেশ মোতাবেক ৩০ দিনের আটকাদেশ কার্যকর করার লক্ষ্যে তাকে গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী আমরা তাকে গ্রেফতার করেছি। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
