
তাপস কুমার ঘোষ কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাশীশ্বরপুর গ্রামে বৃহস্পতিবার (১০ জুলাই) গভীর রাতে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। অজ্ঞাতনামা ডাকাতদল একটি ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে, এরপর লুট করে নেয় স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ।ভুক্তভোগী মোঃ শাহিনুর রহমান (৪৭), তাঁর স্ত্রী মোছাঃ মাসুমা পারভীন (৪০) এবং মা নুরনেছা খাতুন (৭৫) তিনজন আহত হন। শাহিনুর ও তাঁর স্ত্রী বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে নুরনেছা খাতুন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বাড়িতেই।পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাত ১১টা থেকে ভোর ৩টার মধ্যে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় থাকা সবাইকে অচেতন করার জন্য তারা স্প্রে ব্যবহার করে। পরে তারা আলমারি ও ট্রাঙ্ক ভেঙে নিয়ে যায় প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার (যার মধ্যে ছিল ৩টি রুলি, ২টি আংটি, ১টি চেইন ও ১টি হার) এবং নগদ ৮৩ হাজার টাকা।মাসুমা পারভীন জানান, সবকিছু ঘোলাটে লাগছিল। জেগে দেখি শরীর কাঁপছে, মাথা ঘুরছে, চারপাশ তছনছ হয়ে আছে,চোর চক্রের সদস্যরা সব কিছু নিয়ে গেছে।নুরনেছা খাতুন বলেন, জীবনে এমন ভয় কখনও পাইনি। এখনো শরীরটা স্বাভাবিক লাগছে না।স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এমন সাহসিকতার সঙ্গে সংঘটিত চুরি বা ডাকাতির ঘটনা এ এলাকায় আর দেখা যায়নি। এতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।