১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সেপটিক ট্যাংকি থেকে মোবাইল তুলতে নেমে ৪ জনের মৃত্যু

মোঃ ইকবাল মোরশেদঃ

মোবাইল তুলতে গিয়ে সেপটিক ট্যাংকে নেমে (৪) চার জনের মৃত্যু।জানা যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় ৪ জনের মৃত্যু হয়েছে।গতকাল বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে ওই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন- রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। এরা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান।এ ঘটনায় রবি বুনার্জী (২০) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় এই মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।জানা গেছে, সেপটিক ট্যাংকে প্রথমে একজন যায়। এরপর একে একে আরও চারজন যায় এবং সবাই অচেতন হয়ে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তমৃত্যু হয়।আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন গতকাল বুধবার (৯ জুলাই) রাত দেড়টার দিকে শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংক থেকে মোবাইল উদ্ধার করতে গিয়ে ওই পানির ট্যাংকিতে নেমে সর্বমোট ( ৪) জনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনায় অপর একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন