
তাপস কুমার ঘোষ কালিগঞ্জঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সংঘবদ্ধ ডাকাত দলের তাণ্ডবে চরম আতঙ্ক ও মানসিক বিপর্যয়ের মুখে পড়েছে মহাদেব কর্মকারের পরিবার। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঘটে এই লোমহর্ষক ডাকাতির ঘটনা।প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে হঠাৎ একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির লোহার গেট ও মূল দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যদের উপর লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর চালায় ডাকাতরা। এতে গুরুতর আহত হন মহাদেব কর্মকার, তার ভাই মধু কর্মকার ও স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যরা।ডাকাতরা পুরো ঘর তছনছ করে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ২০ হাজার টাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়। আহতদের স্থানীয়দের সহায়তায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শারীরিক ও মানসিকভাবে চরম অসুস্থ অবস্থায় রয়েছেন।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রশাসনের গাফিলতি ও এলাকায় পুলিশের টহলের অভাবেই ডাকাতরা এমন বেপরোয়া হামলা চালাতে পেরেছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ মৃধা বলেন,ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও ডিবি টিম ঘটনাস্থলে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ জনপ্রতিনিধিরা পরিদর্শন করেছেন। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা ডাকাত দলকে শনাক্ত ও গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এই নৃশংস ঘটনার পর পুরো শ্রীরামপুর গ্রামে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।