
রুদ্র ডেক্সঃ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির কর্মসুচীর অংশ হিসেবে সারাদেশে ন্যায় ৪ঠা জুলাই ২০২৫, শুক্রবার, বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নীপেশ রঞ্জন হোর’র সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ ও কৃষ্ণ পালের সঞ্চালনায়, সংসদে সংরক্ষিত আসন, পৃথক নির্বাচন ব্যবস্থা পুণঃ প্রর্বতনের দাবিতে সমগ্র দেশে সনাতনী সম্প্রদায়ের উপর অমানুষিক নির্যাতন, মঠ-মন্দির ও প্রতিমা ভাঙ্গচুন, চাঁদাবাজী, জমি দখল, খুন, ধর্ষণ, মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা , থানা, উপজেলা এবং চট্টগ্রাম জেলা ছাত্র মহাজোটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন বিগত ৫ আগষ্ট ২০২৪ পট পরিবর্তনের পর থেকে যেভাবে ক্রমাগত হিন্দুদের উপর অমানবিক ও অমানুষিক নির্যাতন হচ্ছে তা দেখে ও যেন দেখার কেউ নাই। এ ব্যাপারে সমগ্র রাষ্ট্রযন্ত্র নিশ্চুপ, সুধী সমাজ নির্বাক, মানবাধিকার সংস্থাগুলির চোখ কান বন্ধ, মানবতা পদদলিত, আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ উদাসীন এবং সকল রাজনৈতিক দলগুলির মাঝে এক রহস্যজনক নীরবতা বিরাজ করছে। হিন্দুদের উপর এইসব ঘটনাবলী হিটলারের নাৎসী বাহিনীর বর্বরতা ও ৭১ এর পাক সেনাদের নৃশংতাকে হার মানিয়েছে।মুষ্টিমেয় যে কয়েকজন সংসদ সদস্য থাকেন তারা তাদের দলের বাহিরে গিয়ে হিন্দুদের অনুকূলে কোন কথা বলার অধিকার রাখে না। তাই আমাদের দাবি জাতীয় সংসদে হিন্দুদের জন্য সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা করা ক্ষতিগ্রন্থ হিন্দুদের যথাযথ ক্ষতি পুরণ ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে। সেইসাথে সকল ক্ষতিগ্রন্থ মঠ-মন্দির যথাযথ সংস্কার ও মেরামত করার ব্যবস্থা নিতে হবে।ব্যক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির- নির্বাহী সভাপতি- হরিনারায়ন ভট্টাচার্য্য, প্রধান সমন্বয়ক-এস কে আচার্য্য, কৃষ্ণ পদ আচার্য্য, দয়াল কান্তি সামন্ত, বিমল চন্দ্র নাথ, সুজিত দাশ,মাস্টার দুলাল চন্দ্র নাথ, তিমিন বরণ দাশ,গৈরিশংকর চৌধুরী,চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি-এস কে নাথ শ্যামল, সহ-সভাপতি এড, উত্তম কুমার রায়, বাবলু আচার্য্য, লিটন কান্তি শীল,চট্টগ্রাম দক্ষিশ জেলা সভাপতি-মৃদুল কান্তি বৈদ্য, সহ-সভাপতি-শ্যামল বিশ্বাস,হরিশংকর গুপ্ত সাধারণ সম্পাদক- সমীর গুপ্ত, অজয় দেব নাথ,উত্তর জেলা কমিটি-সভাপতি-অশোক পালিত, সাধারণ সম্পাদক- টিটু তালুকদার, থানা কমিটি ধীরেন্দ্রনাথ গুপ্ত ,বিপ্লব দাশ,সেন্টু দাশ,সমীরণ দাশ, উপজেলা- লিটন দে,ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা-দ্বীপ্ত দাশ,বাধন আচার্য্য,শিপন চন্দ্র দাশ প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে লামাল খান সড়ক হয়ে চেরাগি পাহাড় মোড়ে গিয়ে সমাপ্ত হয়।
