৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজারহাটে লাইসেন্স বিহীন বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

রতন রায় রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

রাজারহাট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রসুল (রাখি)এর নেতৃত্বে ৩ জুলাই ২০২৫ বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল অবৈধ চিকিৎসা কার্যক্রম, অনিয়মিত ডায়াগনস্টিক সেন্টার, এবং স্বাস্থ্য সেবার মান নিয়ন্ত্রণে জোরদার করা। এই অভিযানের উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন স্বপন বিশ্বাস।অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চিহ্নিতকরণ ও বন্ধ করা।


লাইসেন্সবিহীন মেডিকেল প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। রোগীদের সুরক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ভুয়া ডাক্তার ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রম বন্ধ করা।এই অভিযানে আশা রাজারহাট সমন্বিত স্বাস্থ্যকেন্দ্র ও প্রাইম কেয়ার মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান ২টি বন্ধ করে দেওয়া হয় এবং প্রতিষ্ঠান ২টির লাইসেন্স না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। জনসচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয়দের সাথে আলোচনা করা হয়েছে।এই ধরনের অভিযান স্বাস্থ্যখাতে শৃঙ্খলা আনতে ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডাঃ গোলাম রসুলের নেতৃত্বে রাজারহাট উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এই প্রচেষ্টা প্রশংসনীয়।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন