৩৯৩ আহম্মদীয়া ভবন (৩য় তলা) আন্দরকিল্লা, চট্টগ্রাম।
মোবাইল নং : 01824-321233, 01710841959
ইমেইল : [email protected]
ওয়েবসাইট : rudrasangbad.com
সম্পাদক : পলাশ কান্তি নাথ,
বার্তা সম্পাদক : বিপ্লব কান্তি নাথ,
নির্বাহী সম্পাদক : রাজীব চক্রবর্তী,
ব্যবস্থাপনা সম্পাদক : শিমুল কুমার নাথ
লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা
রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীতে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে ও সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স এর সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের সচিবের রুমে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ অনুসারে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন।উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন লাকি।অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ে আলোচনা করেন।আলোচনা সভায় জরিপের মাধ্যমে বর্তমান খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের অবস্থা তুলে ধরা হয়।সভায় প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন উক্ত বিধির আওতায় বর্তমানে কার্যক্রম চলমান এবং পরবর্তীতে আরো কার্যকরী ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।তিনি খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থান, পুকুর/জলাশয় সংরক্ষন ও নির্মানের রাজশাহী সিটি কর্পোরেশন বিগত সময়ে কাজ করে যাচ্ছে ভবিষ্যতে কার্যক্রম গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা এ এস এম নূর-ঈ-সাঈদ, উপ সচিব (অস্থায়ী) মোঃ তৈমুর হোসেন, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, রাজশাহী সিটি কর্পোরেশন এর ভি এস ড. ফরহাদ উদ্দিন, আর এ মোঃ মাহবুবুর রহমান, পিএ টু সিইও মোঃ শামীম রেজা, উচ্চমান সহকারী মোঃ মোস্তফা কামাল, উপ প্রধান পরিছন্ন কর্মকর্তা মোঃ সেলিম রেজা, সহঃ সচিব (অঃ) মোঃ শমশের আলী, লফস এর প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল, মুক্তা সরকার প্রমূখ।
আরও পড়ুন
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগরের সভাপতি শ্যামল কুমার নাথ সাধারণ সম্পাদক এড. উত্তম কুমার রায়
চন্দনাইশে টয়লেটে মিলল গৃহবধূর লাশ!
বৈলতলী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম শুভ আবির্ভাব দিবস পালন
রাজারহাটে কৃষকদের মাঝে রিপার মেশিন ও সবজি বীজ-সার বিতরণ
কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সিনিঃ সচিব রফিকুল ইসলাম
ডিসি সুলতানা পারভীনকে জেল হাজতে প্রেরণ