
রতন রায় রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট দুধ খাওয়া মৌজার গৃহবধূ ঝরনা বেগম-এর ওপর শ্বশুরবাড়ি কর্তৃক পৈশাচিক নির্যাতনের ঘটনায় আজ (১০ আগস্ট ২০২৫) সকাল ১১টায় স্থানীয় জনতা ও পরিবারের সদস্যদের সংগঠিত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নির্যাতনকারীদের তাত্ক্ষণিক গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
ঝরনা বেগম দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির সদস্যদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। গত কয়েকদিন ধরে তার ওপর চরম শারীরিক নির্যাতন চালানো হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।উক্ত কর্মসূচিতে হাজারো মানুষ অংশগ্রহণ করে এবং “নির্যাতনের বিচার চাই”, “নারীর প্রতি সহিংসতা বন্ধ কর” ইত্যাদি স্লোগান দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানায়। স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা বক্তব্য রাখেন এবং ঝরনার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ঝরনা বেগমের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত সকলকে তাত্ক্ষণিক গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করা।
নির্যাতনের শিকার ঝরনাকে চিকিৎসা, সুরক্ষা ও আইনি সহায়তা প্রদান করা। নারী নির্যাতন রোধে এলাকায় সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা।রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
