১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে আদিবাসী স্বীকৃতির দাবীতে র্র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃলোকমান হোসেন খাগড়াছড়িঃ

৯’ই আগষ্ট ২০২২৫ইং দিনটি খাগড়াছড়ি পাহাড়ের উপজাতিরা এ দিবসটিকে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা সহ তারা নিজেদেরকে আদিবাসী স্বীকৃতি পাওয়ার জন্য বর্তমান অনন্তরবর্তীকালিন সরকারের নিকট দাবী জানাতে র্র্যালি ও সমাবেশের করেছে। পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতি গোষ্ঠীর উপজাতিরা এক হয়ে এ আয়োজন করেছে। ৯’ই আগষ্ট ২০২৫’ইং রোজ শনিবার সকাল ৯’টা থেকে সন্ধ্যা ৬’টা পর্যন্ত সারা দিনব্যাপী র্র্যালি ও সমাবেশ সহ প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন  করা হয়েছে।

খাগড়াছড়ির মহাজন পাড়ার সুর্যশিখা ক্লাব হতে সকাল ১০টায় র্র্যালিটি শুরু হয়ে শহরের মুল সড়ক শাপলা চক্তর , কোর্ট বিল্ডিং ,দিঘীনালা স্টেশন – নেন্সীবাজার হয়ে খাগড়াপুর জে.বি.সি রেস্টুরেন্ট এর সামনে পর্যন্ত র্র্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ বক্তারা বলেন, ১৯৭১ এর পর শেখ মজিবর রহমান ‘আমাদের’ পাহাড়িদের উপরে বাংলাদেশের বাঙ্গালী জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে ক্ষুদ্রনি গোষ্ঠী হিসাবে উপজাতি করা হয়েছিল। আমরা ২০০১’ইং সাল থেকে উপজাতি পরিচয় বাদ দিয়ে আদিবাসী হিসাবে পরিচয় পেতে আন্দোলন করে আসছি। আজও আমরা একই দাবী নিয়ে আন্দোলনের জন্য রাস্তায় নেমেছি। আমরা চাই বর্তমান জুলাই আন্দোলনের সরকার আমাদের দাবীর প্রতি সন্মান দেখিয়ে, আমাদেরকে আদিবাসী স্বীকৃতি দিবে বলে আশা প্রকাশ করা করছি।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন