১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

এস এম মিন্টু  বান্দরবান:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে
কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বান্দরবান প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন কালে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন এবং নিহত সাংবাদিক তুহিনের পরিবারের ভরণপোষণের দায়িত্বর রাষ্ট্রকে নিতে আহ্বান জানান।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,  বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকির, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক, প্রথম আ‌লো প্রতি‌নি‌ধি বুদ্ধ‌জ্যো‌তি চাকমাসহ বান্দরবানের কর্মরত সাংবাদিকরা।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন