
মোঃলোকমান হোসেন খাগড়াছড়িঃ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাব হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে, খাগড়াছড়ি প্রেসক্লাব। ০৮-০৮-২৫’ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১১’ঘটিকায়, খাগড়াছড়ি প্রেসক্লাের সামনে। এ প্রতিবাদ সডা অনুষ্ঠিত হয়েছে।এসময় সাংবাদিকদের মধ্যে সিনিয়র নেতৃবৃন্দগন বক্তব্যে বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন চাঁদাবাজ বিরোধী নিউজ করা সহ চাঁদাবাজদের ছবি ও ভিডিও করা এবং সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইফ কারে সত্যি কথা বলা সহ জনসমূক্ষে তুলে ধরতে গিয়ে পুলিশ এবং জনতার সামনে প্রকাশে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের জোর দাবী জানানো হয়েছে।খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি, সাংবাদিক প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি বলেন, চাঁদবাজদের বিরোদ্ধে নিউজ করা ও ফেইসবুক লাইভে কথা বলায় একটা মানুষকে জনসমূক্ষে চাঁদাবাজরা মারবে বা খুন করবে এটা কিসের ইংগিত আমরা রাষ্ট্র সহ প্রশাসনের কাছে প্রশ্ন রাখছি।সাংবাদিকতার কাজ তথ্য সংগ্রহ ও ছবি তুলে বা ভিডিও করে, দেশজনতার কাছে তুলে ধরা। সাংবাদিক ছবি – ভিডিও সহ তথ্য সংগ্রহ প্রচার করতে গিয়ে যদি হত্যার স্বীকার হতে হয়। যেখানে একজন সাংবাদিক প্রকাশে হত্যার পর হত্যাকারীরা নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়, এমন ঘটনায় জাতি কি ম্যাসেজ পাবে বা পাচ্ছে বলে প্রশ্ন রেখেন। এবং ভবিষ্যতে রাষ্ট্র সহ প্রশাসন এ বিষয়ে আরো সজাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা। তারা আরো বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে কঠিন শান্তির দাবী জানানো হয়।উক্ত প্রতিবাদ সভায় খাগড়াছড়ি জেলার সকল পেশাজীবী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলপন।
