
রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
১৬ জুলাই রাজধানীর মতিঝিল থানার ওয়ারেন্ট আসামি বাবলু চৌধুরী(৪২) ইয়াবা সেবনকালে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানা পুলিশ।মঙ্গলবার রাত একটায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন রাজমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়ীতে ইয়াবা সেবনকালে আরও চারজন গ্রেফতার হয়।
এসময়ে ৬ পিশ ইয়াবা ট্যাবলেটসহ সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।রাজধানীর মতিঝিল বাবলুর রহমান চৌধুরী ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের মুসরুত নাখেন্দা গ্রামের বাসিন্দা নজির হোসেন পুত্র।ইয়াবা সেবনকারী অপর আসামিরা হলেন পশ্চিম দেবোত্তর(পাচগছি)গ্রামের বাসিন্দা মৃত হাফিজুর রহমানের পুত্র হাসানুর রহমান আশিক(১৯),ভীমশর্মা গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের পুত্র
রফিকুল ইসলাম(৪৫),পশ্চিম দেবোত্তর গ্রামের (পাচগছি) বাসিন্দা রইচ উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম(২৮)ও একই গ্রামের রফিকুল ইসলামের পুত্র জাহাঙ্গীর হোসেন(২৪)।রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: তসলিম উদ্দিন বলেন,বাবলু চৌধুরীর নামে রাজধানীর মতিঝিল থানার গ্রেফতার পরোয়ানা জারিকৃত আসামিসহ আরও চারজনকে ইয়াবা সেবনকালে গ্রেফতার করে পুলিশ।বুধবার মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।#(ছবি সংযুক্ত)
