৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজারহাটে নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা

ড. আতিক মুজাহিদ কে কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা

রতন রায় রাজারহাট( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

রাজারহাটে নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে জুলাই পদযাত্রা ও পথসভা”অনুষ্ঠিত হয়েছে, ২ জুলাই ১২ ঘটিকায় কেন্দ্রীয় কমিটির সকল নেতারা রাজারহাটে পথসভায় পৌঁছে। এলাকায় ব্যাপক গণসমর্থন ও উত্তাল জনস্রোত সৃষ্টি করেছে। দলের কেন্দ্রীয় নেতা ড. আতিক মুজাহিদ-এর নেতৃত্বে এই কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করেছে।রাজারহাটের প্রধান সড়কগুলোতে শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো সমর্থক ও স্থানীয় অংশগ্রহণ করে। এনসিপি-র পতাকা, ব্যানার ও স্লোগানের মাধ্যমে দলীয় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।পদযাত্রা শেষে এক জমকালো পথসভায় কেন্দ্রীয় কমিটির নাহিদ ইসলাম বক্তব্য রাখেন, বিজয়ের একটি ধাপ পুরুণ করেছি মাএ, আমাদের ২য় ধাপ পুরুণ করতে হলে বাংলাদেশ নতুন ভাবে গঠন করতে হবে, আমারা পুরুণ করবো ইনশাল্লাহ, এই বাংলাদেশ জন্যে কাজ করবো। রাজারহাটে আতিক মুজাহিদ কে সমর্থের কথা জানান।

সার্জিস আলম বলেন,গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে একটি শক্তিশালি রাজনৈতিক দল এন সি পি আত্মপ্রকাশ হয়েছে।হাসানাত আব্দুল্লাহ বলেন, নতুন বাংলাদেশে আর চাঁদাবাজ করতে দেওয়া হবে না, অতীতের স্বৈরাচার আমাদের কণ্ঠরুদ্ধ করেছে, আর কোন স্বৈরাচার এদেশে তৈরি হতে দেবো না।যুগ্ম-সদস্যসচিব ডা. তানসিম জারা বলেন, জাতীয় নাগরিক পার্টির ডঃ আতিক মুজাহিদ কে কুড়িগ্রাম২ আসনের ভোট দেওয়ার জন্য আহ্বান করেন এবং কুড়িগ্রাম জেলার রাজারহাটে যেন ভালো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেন হয় আমরা সেই কাজ করবো।ড. আতিক মুজাহিদ বলেন, আমরা একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। কুড়িগ্রামের রাজারহাটসহ সারাদেশে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।এই পদযাত্রা ও সভায় এনসিপি-র জনসম্পৃক্ততা ও সংগঠন শক্তি প্রকাশ পেয়েছে। বিশেষত যুবসমাজের ব্যাপক উপস্থিতি দলের ভবিষ্যৎ রাজনীতিকে ইঙ্গিত করে। উক্ত পথসভায় জেলা উপজেলার সকল গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on print

আরও পড়ুন